ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মহিউদ্দিন-মোতাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মহিউদ্দিন-মোতাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনকণ্ঠের মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন।  

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম এ নতুন কমিটি ঘোষণা করেন।

 

নির্বাচন কমিশনার হিসেবে আরও উপস্থিত ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক সভাপতি মাহবুব রনি।  

কমিটিতে সহ-সভাপতি পদে দ্য নিউ নেশনের মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, অর্থ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের মো. শোয়াইব আহমেদ, দপ্তর সম্পাদক পদে ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং কালবেলার জাফর আলী, কার্যনির্বাহী সদস্য হিসেবে কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব নির্বাচিত হয়েছেন।  

প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত তিন নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুণ্ন করেছিল। সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে। কিন্তু তা যেনো আমাদের লেখনীতে ফুটে না ওঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।