খুলনা: কক্সবাজারের রামুর ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধনে অংশ নেন।
এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহম্মদ ফায়েক উজ্জামান, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সরোয়ার জাহান, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, ছাত্র-বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা, প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, প্রফেসর আহমেদ আহসানুজ্জামান, প্রফেসর কাজী শাহনেওয়াজ রিপন, প্রফেসর ড. মাহমুদ হোসেন অনিরুদ্ধ দাস, আল মাসুদ উদ্দিন মনি প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, যারা ধর্মকে এবং মানবতাকে বিশ্বাস করে তাদের সামনে এগিয়ে আসতে হবে। অন্যান্য ধর্মকে অবশ্যই সম্মান জানাতে হবে। বক্তারা দোষী ব্যক্তিদের শাস্তির দাবী জানানোর আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২
আরআর