ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ড্যাফোডিল কলেজে ‘কনফিডেন্স অ্যান্ড এসারটিভনেস’ বিষয়ক সেমিনার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২
ড্যাফোডিল কলেজে ‘কনফিডেন্স অ্যান্ড এসারটিভনেস’ বিষয়ক সেমিনার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ‘কনফিডেন্স অ্যান্ড এসারটিভনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর ধানমন্ডীর প্রিন্সপ্লাজার ডিআইইউ মিলনায়তনে শিক্ষাবিদ, শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাজীবনের কার্যকরী এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

ডিআইসি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জমানের সভাপতিত্বে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ফিউচার লিডার্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী এম.আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডিআইসি’র অধ্যক্ষ জামশেদুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. খালেদ হোসেন। মানুষের জীবনের কয়েকটি অধিক গুরুত্বপূর্ণ আদর্শের প্রয়োজনীয়তা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

শিক্ষাজীবনে সফলতার জন্য বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন অনুষ্ঠানের মূল বক্তা কাজী এম আহমেদ।

এ সময় তিনি বলেন জীবনে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে আত্মবিশ্বাসের সাথে লেগে থাকলে কাঙ্খিত সেই লক্ষ্যে পৌছানো সম্ভব।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘন্টা, ০৫ অক্টোবর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।