ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

সহকারী হাইকমিশনে হামলায় ভারতকে ক্ষমা চাইতে হবে: স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
সহকারী হাইকমিশনে হামলায় ভারতকে ক্ষমা চাইতে হবে: স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ

ঢাকা: বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ।

সোমবার (২ ডিসেম্বর) সংগঠনটির বার্তাপ্রেরক তামিম আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগরতলায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে পতাকার খুঁটি ভাঙচুর করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনের সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া বিক্ষোভ মিছিল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক আচরণ উল্লেখ করে অবিলম্বে তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার এবং ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।