ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের কথা ভাবছে ঢাবি প্রশাসন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের কথা ভাবছে ঢাবি প্রশাসন

ঢাকা: ২০২৫ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কথা ভাবছে প্রশাসন।  

রোববার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সিন্ডিকেট সদস্য অপসারণের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ কথা জানান।

 

তিনি বলেন, আমরা দ্রুত ডাকসু নির্বাচন দিতে চাই। কারণ আমাদের অনেক কারণে শিক্ষার্থীদের প্রতিনিধি প্রয়োজন হয়। শিক্ষার্থীরাও যেন তাদের প্রতিনিধি নিয়ে আমাদের কাছে আসতে পারে। ডাকসু একমাত্র প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম, যেখানে ছাত্রদের বৈধ প্রতিনিধি থাকে। তারা প্রশাসনের বিভিন্ন বডিতেও থাকেন।  

সাইফুদ্দীন আহমেদ বলেন, আমরা জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির মাঝামাঝির কথা ভাবছি। সময়টি মাথায় না থাকলে আমরা কোন কাজ কতদিনে গোছাব, তা ঠিক করতে পারব না।  

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার ধরন কেমন হবে তা  নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি অবসরপ্রাপ্ত মো. আব্দুল মতিনকে আহ্বায়ক করে একটি কমিটি কাজ করছে। ডাকসু নির্বাচনও তাদের ম্যান্ডেটের মধ্যে আছে। এখানে একটা আরেকটার সঙ্গে জড়িত। সে কারণে আমরা তাদের দ্রুত কাজ করতে বলেছি।

সাইফুদ্দীন আহমেদ বলেন, ওনারা শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতা, টিএসসিভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে বসবেন। বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে বসে তারা আমাদের একটি পথ নির্দেশনা দেবেন। সেসব নিয়ে আমরা ডাকসুর বিষয়টি চূড়ান্ত করব।

প্রক্টর বলেন, ডাকসুর বিষয়ে অনেক মতামতও এসেছে। গঠনতন্ত্র নিয়ে অনেক মতামত এসেছে। উপাচার্য এর প্রধান হিসেবে থাকতে পারবেন কি না, দলীয় প্যানেল ব্যবহার করতে পারবেন কি না- এভাবে অনেকগুলো ব্যাপার আলোচনায় আছে। আমরা চাই এগুলো এ কমিটির কাছেও আসুক। আমরা আমাদের ভাবনাটাকে সে কারণে স্পষ্ট করেছি, যেন প্রস্তুতিটা নেওয়া যায়।

এর আগে গত বুধবার (৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক বৈঠকে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে ঐক্যমতে পৌঁছায় ক্রিয়াশীল একাধিক ছাত্রসংগঠন। ছাত্রদল এ বৈঠকে অংশ নেয়নি। এখনই নির্বাচন না দিয়ে ছাত্রসংগঠনের কার্যক্রম মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বলে মনে করছে ছাত্রদল।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ