ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ৩০ বাস আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
জাবি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ৩০ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ৩০টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।  

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আরিচাগামী লেনে বাসগুলো আটকাতে শুরু করেন তারা।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।  

তার অভিযোগ, বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক থেকে তিনি রাজধানী পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটিতে ওঠার পরপরই বাসটির সহকারী তার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন।  

এরপর ভাড়া নিতে চাইলে ওই ছাত্রী প্রথমে হাফ ভাড়া পাঁচ টাকা দেন, কিন্তু বাসের সহকারী নিতে অস্বীকৃতি জানান। পরে তিনি ফুল ভাড়া দশ টাকা দিলেও বাসের সহকারী কটুকথা শোনান। এরপর নবীনগর স্মৃতিসৌধ এলাকায় বাসটি অযাচিত থামিয়ে রাখেন বাসচালক।

তখন তিনি বাসটি এভাবে যেখানে সেখানে না থামানোর অনুরোধ করেন। কিন্তু বাসের সহকারী তখনো খারাপ ব্যবহার করেন। এই ঘটনা ওই ছাত্রী তার ইনস্টিটিউটের বন্ধু-বান্ধবদের জানালে তারা রাজধানী পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করলে একটি বাস না থেমে চলে যেতে থাকে। তখন এক শিক্ষার্থী পায়ে আঘাত পান। বাসটির চালককে ধরে মারধর করেন শিক্ষার্থীরা।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একদল শিক্ষার্থী রাজধানী পরিবহনের বাসগুলো থামিয়ে সড়কের একপাশে নিয়ে বাসের চাবি কেড়ে নিচ্ছেন। বাসে থাকা যাত্রীদের নামিয়ে দিচ্ছেন তারা। এতে ভোগান্তিতে পড়তে দেখা যায় বাসে থাকা যাত্রীদের।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ জিন্নাহ বলেন, রাজধানী পরিবহনের গাড়িতে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী জয় বাংলা ফটক থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় যাচ্ছিলেন। এ সময় ওই বাসের সহকারী তার সঙ্গে অশোভন আচরণ করেন। পরে গাড়িগুলো আটকানো শুরু করেন তার সহপাঠীরা।  

তিনি বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের সঙ্গে আলোচনার জন্য আসছে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।