বাকৃবি: সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুণর্মিলনী-২০১২ উৎসবে মেতেছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিবার।
এ উৎসবকে পরিপূর্ণ করতে ৩ জানুয়ারি বৃহস্পতিবার বাকৃবি ক্যাম্পাসে পদার্পণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ ও ৪ জানুয়ারি বাকৃবির ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পালিত হবে পুণর্মিলনী উৎসব।
অ্যালামনাই সেলের তথ্য মতে, প্রায় ১০ হাজার কৃষিবিদ ও তাদের পরিবার-পরিজন এ উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে ছুটে আসছেন। এদের মধ্যে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ও দেশি-বিদেশি বিজ্ঞানীরা।
হাজার হাজার কৃষিবিদের মিলনমেলার এ উৎসব সফলতার সঙ্গে শেষ করার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে অ্যালামনাই কর্তৃপক্ষ।
চোখ ধাঁধানো আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন, পোস্টার আর বর্ণিল সাজে সেজেছে বাকৃবি ক্যাম্পাস। চিরসবুজ প্রকৃতিকণ্যার এ যেন নবরূপে আবির্ভাব।
শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয় ধুয়ে-মুছে পরিষ্কার, রং ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
উপাচার্য বাসভবন ও কার্যালয়, ১২টি হল, টিএসসি, প্রশাসন ভবন, বিজয় ৭১, শহীদ মিনার, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, বকুলতলা, মুক্তমঞ্চ, হ্যালিপ্যাড, কেন্দ্রীয় লাইব্রেরি, মরণসাগর, ৬টি অনুষদ, মার্কেট, স্টেডিয়াম, ক্রিড়া প্রশিক্ষণ বিভাগ, বোটানিক্যাল গার্ডেন, রাস্তার প্রতিটি মোড়, সৈয়দ নজরুল ইসলাম ভবন, নিরাপত্তা শাখা, বহ্মপুত্র নদের ধারসহ ক্যাম্পাসের আনাচে কানাচে লেগেছে রং-বেরংয়ের আলোক ছটা। বাকৃবি স্টেডিয়ামে বসেছে কৃষি প্রযুক্তি মেলা। মেলায় শতাধিক দেশি-বিদেশি স্টল সুসজ্জিত করা হয়েছে।
মঙ্গলবার থেকে রেজিস্ট্রেশন করা কৃষিবিদদের বাকৃবি মুক্তমঞ্চে উৎসবের গিফট বক্স বিতরণ করা হচ্ছে। বিতরণ চলবে ৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
অ্যালামনাই সেলের সদস্য সচিব ও বাকৃবি রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে বাকৃবিতে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি চত্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১১টার দিকে স্টেডিয়ামে অতিথিদের আসনগ্রহণের মাধ্যমে শুরু হবে সুবর্ণ জয়ন্তী উৎসব।
স্বাগত ভাষণের পরেই ৫০ বছরের বিশ্ববিদ্যালয় পরিক্রমা তুলে ধরবেন পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. শামসুল আলম। পরে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।
সবশেষে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর আড়াইটার দিকে কৃষিবিদদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও সন্ধ্যায় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আগামী ৪ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় শুরু হবে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিষয়ে অর্জন ও ভবিষ্যত করণীয়’ বিষয়ক সেমিনার।
বিকেল ৩টার দিকে কৃষিবিদদের জন্য বিজনেস সেশন ও সন্ধ্যায় রাজধানী থেকে আসা শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট। শনিবার পর্যন্ত চলবে কৃষি প্রযুক্তি মেলা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
অন্যদিকে, সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী উপলক্ষে আগামী শুক্রবার প্রাক্তন সাংবাদিকদের নিয়ে সাংবাদিক পুনর্মিলনীর আয়োজন করবে বাকৃবি সাংবাদিক সমিতি।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর- eic@banglanews24.com