ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাকরির বয়সসীমা ৩৫ দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৩
চাকরির বয়সসীমা ৩৫ দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টার দিকে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে।

পরে মিছিলসহ শাহবাগে এসে সড়ক অবরোধ করে।

দুপুর দেড়টা নাগাদ শাহবাগ সড়কে সব যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বর্তমানে পড়াশুনা শেষ করতেই ২৭-২৮ বছর পার হয়ে যায়। সেদিক থেকে চাকরির বয়সসীমা ৩০ বছর যথেষ্ট নয়। তাই আমরা সরকারের প্রতি চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ বছর করার দাবি জানাচ্ছি।

এদিকে, অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
এমএইচ/এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ