ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আব্দুল আলীম ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩

ঢাবি: ‘অধ্যাপক একেএম আবদুল আলীম ট্রাস্ট ফান্ড’ বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন কৃতি শিক্ষার্থী । ২০১১ সালের বিএ (সম্মান) পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।



বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- রাবেয়া খাতুন, নুসরাত জাহান ও আসমা খাতুন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তৌফিকুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক একেএম আবদুল আলীমের পুত্র ডা. এএফএম আবদুল আজীম, কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. শারমিন রুমি আলীম এবং বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার মো. শফিউদ্দিন শিকদার সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক একেএম খাদেমুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান।

উপাচার্য  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃত্তি পাওয়া কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই বৃত্তি তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। ”

উপাচার্য অধ্যাপক একেএম আবদুল আলীমের জীবন, কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সৎ, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে।

উল্লেখ্য, অধ্যাপক একেএম আবদুল আলীম ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। অবসর নেন ১৯৯৫ সালে। ২০০৮ সালে ৮০ বছর বয়সে তিনি মারা যান। তার সন্তানরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ