ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসআইএমটি’র সেমিনার

কর্মসংস্থান বিবেচনায় কারিগরি শিক্ষার বিকল্প নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
কর্মসংস্থান বিবেচনায় কারিগরি শিক্ষার বিকল্প নেই

ঢাকা: রাজধানীতে কারিগরি শিক্ষা মোবিলাইজেশন ওয়ার্কশপ-২০১৩ এ অংশ নিয়ে বক্তারা বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ বিদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। আর এ ক্ষেত্রে সরকারের আরও বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন।

একইভাবে শিক্ষামানের দিকেও সতর্ক থাকতে হবে।

শনিবার আগারগাঁওয়ের আইডিবি ভবন সেমিনার কক্ষে বেসরকারি পলিটেকনিক সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি‘র(এসআইএমটি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসআইএমটি পরিচালক সোহেলী ইয়াছমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সরকারের স্কিলস অ্যান্ড ইনহ্যান্সমেন্ট প্রজেক্টের(STEP) প্রকল্প পরিচালক(অতিরিক্ত সচিব)গোলাম মো. জহিরুল আলম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবুল কাশেম ও  এসআইএমটি চেয়ারম্যান আবু হাসনাত মো: ইয়াহিয়া।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা কারিগরি শিক্ষার নানা দিক তুলে ধরেন। বর্তমান চাকরির প্রেক্ষাপট বিবেচনায় সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় পাসকৃতরা অগ্রাধিকার পেয়ে থাকেন। শুধু দেশেই নয়, বিদেশেও তারা পেয়ে থাকেন নানা সুযোগ। এসএসসির পর ৪বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা ২য় শ্রেণির চাকরিতে প্রবেশের সুযোগ পান। আর ডুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগতো থাকেই।

কর্মশালায় জাতীয় শিক্ষানীতির আলোকে বর্তমান অবস্থা ও ভবিষ্যত ও স্কিলস্ অ্যান্ড ট্রেনিং ইনহেন্সমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে কারিগরি শিক্ষার জনপ্রিয়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর মূল আলোচনা অনুষ্ঠিত হয়। সম্পুরুক আলোচনায় সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, ‍অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ শিল্প কলকারখানার প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, সাইক এডুকেশনাল সোসাইটির অঙ্গ প্রতিষ্ঠান এসআইএমটি বেসরকারি পর্যায়ে বিশ্বব্যাংকের সহায়তায় সরকারের STEP প্রজেক্টের অধীনে কারিগরি শিক্ষায় কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
পিআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ