ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থায় ইউজিসি’র উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩

ঢাকা: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সম্প্রতি শিক্ষক আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসি ভবনে চেয়ারম্যানের সভাকক্ষে কমিশনের ১২৯তম পূর্ণ কমিশন সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।



সভায় সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, “সম্প্রতি ছাত্র আন্দোলনের পাশাপাশি শিক্ষক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ”

তিনি বলেন, “দেশে এখন উচ্চশিক্ষা গ্রহণরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২৬ লক্ষ। সংখ্যাগত বিচারে এটা একটা বিরাট অর্জন। এর সুফল কাজে লাগাতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও গবেষণা কার্যক্রম সুষ্ঠু ও নিরবিচ্ছিন্ন থাকা একান্ত জরুরি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। ”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের যে কোনো ধরনের ব্যর্থতা, অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সৃষ্ট অসন্তোষ বা ক্ষোভ-বিক্ষোভের বিষয়ে যে কেউ ইউজিসিকে অবহিত করতে পারে। ইউজিসি যথাযথ তদন্তের মাধ্যমে সরকারের কাছে বস্তুনিষ্ঠ মতামত ও সুপারিশ প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য সব ধরনের সহায়তা প্রদান করবে। ”
 
ইউজিসি চেয়ারম্যান বলেন, “অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হয় এমন কোনো ধরনের কার্যক্রম সমর্থনযোগ্য নয়। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। ”

সভায় অন্যদের মধ্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী, অধ্যাপক ড. মো. মুহিবুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মাদ মোহাব্বত খান, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কে এম সাঈদুল হক চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদ ও অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মো. খালেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯৩৪ জানুয়ারি ১৫, ২০১৩
এমএন/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ