ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুই বিশ্ববিদ্যালয়কে বৈজ্ঞানিক যন্ত্রপাতি হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রায় দুই কোটি টাকা মূল্যের বেশ কিছু দুষ্প্রাপ্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও গবেষণা সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার ইউজিসি’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম খায়রুল আলম খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহজাহানকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও গবেষণা সরঞ্জামগুলো হস্তান্তর করেন।



হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী ও অধ্যাপক ড. মোহাম্মাদ মোহাব্বত খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো. মুহিবুর রহমান। ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
এমএন/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ