ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৃত্তি তহবিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৃত্তি তহবিল

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ‘প্রফেসর আশরাফউদ্দিন আহমেদ বৃত্তি তহবিল’ গঠিত হয়েছে।

এ তহবিল গঠনের লক্ষ্যে মরহুম অধ্যাপক আশরাফউদ্দিন আহমেদের যুক্তরাজ্য প্রবাসী স্ত্রী খুরশিদ জাহান আহমেদ দুই লাখ টাকার একটি চেক  মঙ্গলবার জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন।



উপাচার্যের দফতরে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভ ও দাতার বোন শিল্পী শাহীন সামাদ উপস্থিত ছিলেন।

এ তহবিলের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ৫ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রকে বৃত্তি দেওয়া হবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে অন্ধ ছাত্র ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, মরহুম অধ্যাপক আশরাফউদ্দিন আহমেদ ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

তিনি তৎকালীন ইকবাল হল ও বর্তমান জহুরুল হক হলের হাউস টিউটর ছিলেন। ১৯৭৫ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে যান। ১৯৮৩ সালের ৫ ফেব্রুয়ারি তিনি অসুস্থ হয়ে লন্ডনে ইন্তেকাল করেন।

অধ্যাপক আশরাফউদ্দিন আহমেদ মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী খুরশিদ জাহান আহমেদ, পুত্র রোমেল সাব্বির আহমেদ ও কন্যা ইরফাত আহমেদ শিল্পীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে যান। তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

ঢাবি উপাচার্য এ বৃত্তি তহবিল গঠনের জন্য খুরশিদ জাহান আহমেদ ও তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ