ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মদন মোহন কলেজের প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩

সিলেট: সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের অনার্স ও মাস্টার্সের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার রাতে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 
ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও তারাপুর ক্যাম্পাস ইনচার্জ অধ্যাপক জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ কুমার দে, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, প্রাক্তন ছাত্র তপন কুমার দেব, বদরুদ্দোজা নোমান, শাহ্ দিদার আলম নোবেল, বেলায়েত হোসেন লিমন প্রমুখ।



সভায় পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। রেজিস্ট্রেশনের ব্যাপারে অধ্যাপক জয়ন্ত কুমার দাশ (০১৭১১-৩২৫৫৫৯), অধ্যাপক প্রদীপ কুমার দে (০১৭১১-৩৯৪৫১৯), সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম (০১৭১১-৩৭৬৮২৫), সহকারী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য (০১৭১১-২৭২২৯৫) এর সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ