ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুষম বণ্টন সুশাসন নিশ্চিত করতে পারে: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেছেন, সুষম বণ্টন সামাজিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পারে।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ আয়োজিত ‘সুশাসন ও উন্নয়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’  শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



উপাচার্য বলেন, “গণতন্ত্র, সুষম বণ্টন, অর্থনৈতিক মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সবার জন্য উন্নয়ন আজও সম্ভব হয়নি। ”

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মশালা, জ্ঞানচর্চা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে এ বিষয়ে দিক নির্দেশনা আসতে পারে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, “সুশাসনের জন্য সামাজিক বৈষম্য দূর করতে হবে। ”

অধ্যাপক এম সলিমুল্লাহ খান বলেন, “আমাদের রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীল মনোভাব অনুপস্থিত থাকায় সুশাসনের মতো মৌলিক বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। ”

অধ্যাপক নাসিম আখতার হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি ড. কে এম মহিউদ্দিন।

কর্মশালায় সুশাসন ও রাজনীতি বিষয়ে অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান, সুশাসন ও অর্থনীতি বিষয়ে অধ্যাপক আনু মোহাম্মদ, সুশাসন ও আইনি ব্যবস্থা বিষয়ে ড. মুহাম্মদ শাহাবুদ্দিন, সুশাসন ও নৈতিকতা বিষয়ে এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ