ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে শামছুল- মস্তাবুর জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত সৈয়দ সামসুল আলম-মস্তাবুর রহমান প্যানেল ১১টি পদের ৯ টিতেই জয়লাভ করেছে।

অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাজেদুল-জাকারিয়া পরিষদ থেকে সদস্য পদে ১ জন জয়লাভ করেছেন।

উভয় পরিষদ থেকে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়।

সোমবার রাত ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নিয়াজ আহমেদ। মোট  ৪২০ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোটার ভোট প্রদান করেন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহেদ আহমদ।

নির্বাচন কমিশনার জানান, সামসুল-মস্তাবুর পরিষদ থেকে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম পেয়েছেন ১২৮টি ভোট, সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল গনি ১২৮, সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান ১৩২, যুগ্ম-সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-হোসাইনী ১২৮, কোষাধ্যক্ষ পদে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নারায়ণ সাহা ১০৯ , সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস ১১৯, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ১৪৬, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহেদুল ইসলাম চৌধুরী ১১২, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা আহমেদ ১১৮  ও  বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক আব্দুল-আল-সোয়েব ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে বিএপি-জামায়াত পরিষদ থেকে সদস্য পদে শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ১৩৮ ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সাবিবর আহমদ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ