ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩

ঢাকা: এশিয়ান জার্নালিষ্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) সাংবাদিকতায় আগ্রহীদের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

এতে অনলাইন, টেলিভিশন ও চলচ্চিত্রের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ৭০ জন অংশ গ্রহণের সুযোগ পাবেন।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজি রফিক, চলচ্চিত্রকার রফিকুজ্জামান, চ্যানেল আই‘র অঞ্জন রহমান, কবি হাসনাইন সাজ্জাদী, বিটিভি‘র রিপোর্টার সফিউল্লাহ সুমন প্রমুখ।

আগ্রহীদের মোবাইল ০১১৯৯৪৯৩৫০৭-এ ফোন করে অথবা এসএমএস করে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এদিন সন্ধ্যায় সনদপত্র বিতরণ করা হবে।

বাংলাদেশ সময় : ১৮৩৬ ঘন্টা, জানুয়ারি ২৪, ২০১২
পিআর/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ