ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদার্থ বিজ্ঞানের বই লিখছেন ড. জাফর ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
পদার্থ বিজ্ঞানের বই লিখছেন ড. জাফর ইকবাল ড. মুহম্মদ জাফর ইকবাল

সিলেট: নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞানের বিষয়গুলো সহজ সাবলীলভাবে উপস্থাপন করে বিজ্ঞান ভীতি দূর করতে বই লিখছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

বইটি শিগগিরই প্রেসে চলে যাবে।

পদার্থ বিজ্ঞানের অগ্রগতির জন্য শিক্ষর্থীদের উন্নত পরামর্শ দিয়েছেন এ বইয়ে। বইটি উৎসর্গ করা হয়েছে, `যারা ঠিক করেছো বড় হয়ে বিজ্ঞানী হবে`।

বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় অধ্যাপক জাফর ইকবাল এসব কথা জানান।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌জাফর ইকবালের পরামর্শ দিয়েছেন, সায়েন্স, আর্টস, কমার্স, স্কুল, মাদ্রাসা, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মানুষ, এলিয়েন সবাই পরামর্শ দিতে পারবে! তুমি যদি এখনও নিচের ক্লাসে পড় তাতেও কোনো সমস্যা নেই! ভালো পরামর্শ হলেই হলো। তাহলে কি করতে হবে? অধ্যায়গুলো পড় আর কমেন্টে তোমার পরামর্শগুলো দিয়ে দাও।

নিচের লিংকগুলোতে আলাদা আলাদা চ্যাপ্টার আকারে বইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে।
সূচিপত্র: http://bit.ly/1gfFFka
প্রথম অধ্যায়: http://bit.ly/1iKwgmF
দ্বিতীয় অধ্যায়: http://bit.ly/18Lb6AG
তৃতীয় অধ্যায়: http://bit.ly/1knlH4v
চতুর্থ অধ্যায়: http://bit.ly/1eXYXXw
পঞ্চম অধ্যায়: http://bit.ly/1da9RIp
ষষ্ঠ অধ্যায়: http://bit.ly/1bqLnvR
সপ্তম অধ্যায়: http://bit.ly/1gNDX6Z
অষ্টম অধ্যায়: http://bit.ly/1bP2NUI
নবম অধ্যায়: http://bit.ly/IJxzl2
দশম অধ্যায়: http://bit.ly/1gNE9TQ
একাদশ অধ্যায়: http://bit.ly/18sw7KI
দ্বাদশ অধ্যায়: http://bit.ly/1knmdze
ত্রয়োদশ অধ্যায়: http://bit.ly/1bnJ7Bg
চতুর্দশ অধ্যায়: http://bit.ly/IJxGNn
পরিশিষ্ট: http://bit.ly/1csJfUO

ড. জাফর ইকবাল বাংলানিউজকে বলেন, আমি বহুকাল আগে থেকে পদার্থবিজ্ঞানের একটা পাঠ্যবই লিখতে চেয়েছিলাম, আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বইটি লেখা শেষ হয়েছে। তবে এ ধরনের বই কখনো শেষ হয় না। প্রতিবছর বইয়ের পরিবর্তন হয়, নতুন বিষয় সংযোজন হয়। কাজেই এ বইটির বেলাতেও তাই হয়েছে। প্রতিবছরই এর একটু পরিবর্তন হবে, একটু নতুন কিছু যোগ হবে।
 
তিনি বলেন, বইটি নবম-দশম শ্রেণির ছেলে-মেয়েদের জন্য লেখা। এ বয়সী ছেলে-মেয়েদের পদার্থবিজ্ঞান শেখার জন্য কী কী পড়া উচিত সে বিষয়ে আমার নিজস্ব চিন্তাভাবনা আছে। কিন্তু বইটি লেখার সময় আমি আমার চিন্তাভাবনাকে বাক্সবন্দি করে তাদের যে পাঠ্যবইটি আছে সে বইটির বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। সে বইয়ে যা ছিল তার প্রায় সবই কোনো না কোনোভাবে এই বইয়ে আছে, কিছু কিছু জায়গায় একটু বেশি আছে।

জাফর ইকবাল বলেন, পদার্থবিজ্ঞানের অনেক সহজ বিষয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা বুঝতে পারে নানা অজুহাতে তাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়। আমি আড়াল করে রাখিনি। উদারভাবে কিছু কিছু উদাহরণ হিসেবে ঢুকিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, তবে কোনো ছেলেমেয়ে যেন ভুলেও মনে না করে যে এটি পড়ে তারা পরীক্ষায় ভালো নম্বর পাবে! এটি মোটেও পরীক্ষায় ভালো নম্বরের জন্য লেখা হয়নি, এটা লেখা হয়েছে পদার্থবিজ্ঞান শেখার জন্য। আমি আমার মতো করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, নিজ হাতে প্রতিটি ছবি এঁকে অনেক উদাহরণ দিয়ে বিষয়গুলো সহজ করার চেষ্টা করেছি।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার ও  আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ