ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বুদ্ধিজীবী দিবস পালিত

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
শাবিপ্রবিতে বুদ্ধিজীবী দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশি প্রহরায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

একাত্তরের পরাজিত শক্তির হামলার ভয়ে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে বলে দিবস উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উল্লেখ করেন।



শনিবার সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধঞ্জলি অর্পণ করা হয়।

পরে শিক্ষক সমিতি, বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটি, বঙ্গবন্ধু পরিষদ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও  মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক, শাবি প্রেসক্লাব, জাতীয় ছাত্রদল (এনডিএফ) এবং বিভিন্ন আবাসিক হলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান  করে।

পরবর্তী এক সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক জহির বিন আলম, অধ্যাপক শামসুল ইসলাম, অধ্যাপক মস্তাবুর রহমান, অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবেদ ইকবাল।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ