ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবি শিক্ষক সমিতির নির্বাচন রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
কুবি শিক্ষক সমিতির নির্বাচন রোববার

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোববার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষক সমিতির নির্বাচন।

নির্বাচনে শিক্ষকদের দু’টি প্যানেল ও দু’জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩৩ জন ভোটার।

বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল (সাদাদল) এবং আওয়ামী ও সমমনা শিক্ষকদের প্যানেল (নীলদল) নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী।

এছাড়া স¦তন্ত্র প্রার্থী হিসেবে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল্লাহ ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. কামাল হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সাদাদলের মনোনীত সভাপতি প্রার্থী লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মাসুদা কামাল। এছাড়া সহ-সভাপতি (১) পদে মো. আব্দুল হাকিম, সহ-সভাপতি (২) পদে মো. সোলায়মান, সাধারণ সম্পাদক পদে ড. মো. বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মঞ্জুর মোরশেদ ও সদস্য পদে আফরোজা হক নির্বাচনে অংশ নিচ্ছেন।

অন্যদিকে নীল দলের মনোনীত সভাপতি প্রার্থী রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. সৈয়দুর রহমান। এছাড়া সহ-সভাপতি (১) পদে মো. রশিদুল ইসলাম শেখ, সহ-সভাপতি (২) পদে মো. আইনুল হক, সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তোফায়েল হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ পদে স্বপন চন্দ্র মজুমদার, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে এন এম রবিউল আউয়াল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহবুব, নির্বাহী সদস্য পদে বদরুন্নাহার, মো. মিজানুর রহমান, মিহির লাল ভৌমিক, জে এম আদিব সালমান চৌধুরী, মো. আব্দুল মাজেদ পাটোয়ারী, মো. মোকাদ্দেস-উল-ইসলাম ও মঈনুল হাছান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুবি শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা অনুযায়ী কার্যকর পরিষদ গঠন করা হবে নির্বাচিত ১৫ জন সদস্য নিয়ে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর বর্তমান কার্যকর পরিষদের মেয়াদ শেষ হবে। এর মধ্যেই নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব ছেড়ে দেবে বর্তমান পরিষদ। এখন থেকে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের মেয়াদ হবে এক বছর করে।

প্রধান নির্বাচন কমিশনার ড. এম জুলফিকার আলী বাংলানিউজকে জানান, কমিশনের পক্ষ থেকে আশা করছি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: আসিফ ‍আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ