ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : পুস্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

পরে তিনি স্বাধীনতা স্মারক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবুল বাসার, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ, এবং শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয় চত্বরে বিজয় দিবস আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিজয়ের আল্পনাখচিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ধর্মের নামে যে ধবংসযজ্ঞ চালাচ্ছে তার সঙ্গে বিএনপিও একাত্মতা প্রকাশ করে ধবংসযজ্ঞে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে বিদ্রোহ শেষ হবে না তবে মানবতাবিরোধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে সেই বিদ্রোহ আজ এক গতি পেয়েছে। ’

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবুল বাসার, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. হুমায়ুন কবীর এবং কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমান।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে সংগীত বিভাগের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষে নাট্যকলা বিভাগের পরিবেশনায় নাটক ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ মঞ্চস্থ হয়। সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক আল জাবির।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।