ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্টেট ইউনিভার্সিটিতে জিপির থ্রিজি সেবা বিষয়ক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
স্টেট ইউনিভার্সিটিতে জিপির থ্রিজি সেবা বিষয়ক অনুষ্ঠান

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) আয়োজিত এক অনুষ্ঠানে থ্রিজি সেবা বিষয়ক নানা দিক তুলে ধরে দেশের খ্যাতনামা বেসরকারি মোবাইল টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন।

১৭ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এসইউবির মূল ক্যাম্পাসের সেমিনার কক্ষে এক বর্ণিল আয়োজনে শিক্ষাক্ষেত্রে থ্রিজি প্রযুক্তির ব্যবহার ও উপযোগিতার নানা দিক ব্যাখ্যা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ।



এসইউবির ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এসইউবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, এসইউবির ভারপ্রাপ্ত উপাচার্য মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস (কমার্শিয়াল ডিভিশন) সাজ্জাদ আলম।

অনুষ্ঠানে বক্তারা জ্ঞানের প্রসারে থ্রিজি প্রযুক্তির সম্ভাবনার নানা দিক তুলে ধরে বলেন, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে। সহজে ও দ্রুততর উপায়ে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এর সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে শিক্ষার্থীদের মান বৃদ্ধির পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব হবে।

উল্লেখ্য, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোনের এ ধরনের আয়োজন এটিই প্রথম।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।