ঢাকা: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষার ফলাফলে সবার সেরা হয়েছে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
তবে গত দু’বার প্রথম স্থান ধরে রাখলেও এবার অবস্থান হারিয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।
রোববারের প্রকাশিত ফলে তৃতীয় অবস্থানে রয়েছে রাজউক। দ্বিতীয় অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজ।
রোববার বেলা ১১টার কিছু আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এ অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের গড় হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ জন শিক্ষার্থী।
রাজনৈতিক বাধাতেও ভাল করেছে শিক্ষার্থীরা
বাংলাদেশ সময় ১৩৫০ ঘণ্টা; ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর