ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে বগুড়া শীর্ষে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
রাজশাহী বোর্ডে বগুড়া শীর্ষে

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে ক্যাডেট কলেজগুলোকে পেছনে ফেলে এবার চমক দেখালো বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবার বোর্ড সেরা শীর্ষ কুড়িটি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ৮টি স্থান দখল করে নিয়েছে বগুড়ার ৮টি স্কুল।



বোর্ড সেরা ২০টি স্কুল হলো, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া গভার্মেন্ট গার্লস হাইস্কুল, বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুল, রাজশাহী গভর্মেন্ট পিএন গার্লস হাইস্কুল, রাজশাহী গভর্মেন্ট গার্লস হাইস্কুল, পাবনা গভর্মেন্ট গার্লস হাইস্কুল, রাজশাহী ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, সিরাজগঞ্জ গভর্মেন্ট বিএল হাইস্কুল, পাবনা ক্যাডেট কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, দুপচাঁচিয়ার বিএম ল্যাবরেটরি স্কুল, সিরাজগঞ্জের মোমেনা আলী বিজ্ঞান স্কুল, রাজশাহী গভর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, সারদা গভর্মেন্ট পাইলট হাইস্কুল, বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জের সালেহা-ইসাহাক গভার্মেন্ট হাইস্কুল, পাবনা জিলা স্কুল, বগুড়ার এসওএস হারম্যান জিমিনিয়ার কলেজ এবং নওগাঁ গভর্মেন্ট কে ডি হাইস্কুল।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।