সিলেট: সিলেট শিক্ষাবোর্ডে সেরাদের সেরা হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এ বছর জেএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজের ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পাওয়ার সাফল্য অর্জন করেছে।
গতবারের মতো এবারও দ্বিতীয় হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। তৃতীয় হয়েছে গতবারের ৪র্থ স্থানে থাকা ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়।
এরপর সেরা ২০ স্কুলের তালিকায় ক্রমান্বয়ে রয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদরের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের স্কলার্স হোম, সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজারের বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যানটনমেন্ট বোর্ড হাই স্কুল, মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের সরকারি এস সি হাই স্কুল, সিলেটের ওসমানী মেডিকেল হাই স্কুল, সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়।
প্রসঙ্গত, রোববার প্রকাশিত সিলেট শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাশের হার ৯১.১৫ শতাংশ। গতবারের ফলাফলের তুলনায় সব সূচকই বৃদ্ধি পেয়েছে। বেড়েছে জিপিএ-৫। বোর্ডে ছেলেদের পাশের হার ৯১.৫৭ ও মেয়েদের পাশের হার ৯০.৮৩।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর