যশোর: যশোর শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাঁচটি স্কুলের কেউ পাস করেনি। এর মধ্যে গতবারের দু’টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
বোর্ড সূত্র মতে, কুষ্টিয়া জেলার কোমরভোগ রঘুনাথপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে একজন, বাগেরহাটের কোদালিয়া এমএইচবি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দু’জন ও ফতেপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনজন, যশোরের মাহমুদ সিএসসি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চারজন এবং বিপিআরএস নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চারজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি।
যশোর শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ রকিবুল ইসলাম জানান, গত বছর এ বোর্ডের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গতবার এ সাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কুষ্টিয়া জেলার কোমরভোগ রঘুনাথপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও যশোরের বিপিআরএস নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছিল।
সৈয়দ রকিবুল ইসলাম আরো জানান, বারবার যেসব বিদ্যালয়ের সবাই অকৃতকার্য হয়, সেসব বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর