খুলনা: রোববার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) যশোর বোর্ডে ১ম স্থানসহ সেরা ২০টি স্কুলের মধ্যে খুলনার সাতটি স্কুল স্থান পেয়েছে।
এর মধ্যে খুলনা সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে।
তৃতীয় স্থানে রয়েছে খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ। জিপিএ-৫ পেয়েছে ৩১৩ জন।
মিলিটারি কলেজিয়েট স্কুল ৫ম স্থানে রয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন শিক্ষার্থী।
দশম স্থানে রয়েছে এসওএস স্কুল। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ জন।
খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ১২তম স্থানে। জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন।
খুলনা সরকারি বালিকা বিদ্যালয় ১৩তম স্থান অধিকার করেছে। এ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১০০ জন শিক্ষার্থী।
ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল রয়েছে প্রথম ২০টির মধ্যে ১৮তম স্থানে। এ স্কুল থেকে ৩৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর