ঢাকা: প্রকাশিত জেএসসি ও জেডিসির ফলাফলে ছেলেদের তুলনায় ভালো করেছে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে তারা।
রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ১ লাখ ৭২ হাজার ২০৮ জন জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর মধ্যে ৯৩ হাজার ২৬৮ জন ছাত্রী। ৭৮ হাজার ৯৪০ জন ছাত্র পেয়েছেন জিপিএ-৫।
প্রতিটি বোর্ডেই জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। আটটি সাধারণ শিক্ষাবোর্ডে ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৮৩ হাজার ৮১৯ জন। বিপরীতে ৬৯ হাজার ১৭৮ জন ছাত্র পেয়েছে জিপিএ-৫।
তবে মাদরাসা বোর্ডের চিত্র কিছুটা ভিন্ন। ১৯ হাজার ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৬২ জন। ছাত্রীদের মধ্যে এ সংখ্যা ৯ হাজার ৪৪৯ জন।
২০১০ সালে প্রথমবার শুরু হয়েছিল জেএসসি পরীক্ষা। সে সময়ে পরীক্ষার ফলাফলে এ চিত্র ছিল ভিন্ন। জিপিএ-৫ প্রাপ্ত মোট ৮ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে এগিয়ে ছিল ছেলেরা।
জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংখ্যা ছিল ৩ হাজার৭শ’ ৩৬ জন। অন্যদিকে ছাত্রদের এ সংখ্যা ছিল ৪ হাজার ৮ শ’ ২০ জন।
বাংলাদেশ সময় ১৭১৯ ঘন্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর