বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ৬ জেলার মধ্যে পাসের হারে গত বারের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল জেলা।
এ জেলার ৪৩৪টি স্কুল থেকে ২৯ হাজার ৪৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৬৪৫ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর জানান, জেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৯১ জন।
দ্বিতীয় বরগুনা জেলায় পাসের হার ৯৭ দশমিক ১ ভাগ। এ জেলার ১৭৫টি স্কুল থেকে ৯ হাজার ৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৮২৪ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৬৮ জন।
ভোলা জেলায় পাসের ৯৬ দশমিক ৮০ ভাগ। তৃতীয় স্থানে থাকা এ জেলার ২৫৭টি স্কুল থেকে ১২ হাজার ২৬৩জন পরীক্ষায় অংশ নেয়। ভোলা জেলায় পাস করেছে ১১ হাজার ৮৭১জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭৫ জন।
চতুর্থ পিরোজপুর জেলায় পাসের হার ৯৬ দশমিক ৫৪ ভাগ। এ জেলার ২৭৫টি স্কুল থেকে ১২ হাজার ৬ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১১ হাজার ৫৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৮৩ জন।
পটুয়াখালী জেলার ২৯১টি স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ হাজার ৬৩২ জন। পাস করেছে ১৪ হাজার ৩৯ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৫ ভাগ। এ জেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৬৫ জন।
সর্বশেষ ষষ্ঠ স্থানে রয়েছে ঝালকাঠী জেলা। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ৮৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৮১ জন। এ জেলায় থেকে ৮ হাজার ২১৭ জন পরীক্ষায় অংশনিয়ে পাস করেছে ৭ হাজার ৭৯৩ জন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর