ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুনামগঞ্জে প্রাথমিকে পাসের হার ৯৬.২৯, এবতেদায়িতে ৯২.০৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সুনামগঞ্জে প্রাথমিকে পাসের হার ৯৬.২৯, এবতেদায়িতে ৯২.০৯ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) পাসের হার ৯৬ দশমিক ২৯ শতাংশ এবং এবতেদায়িতে পাসের হার ৯২ দশমিক ০৯ শতাংশ।

সোমবার সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে পিএসসি ও এবতেদায়ি পরীক্ষার ফলাফল।



জেলার ১১টি উপজেলায় মোট ৪০ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেয়। এতে পাস করেছে ৩৯ হাজার ১৫৫ পরীক্ষার্থী।

এর মধ্যে ৫১০ জন ছাত্র ও ৫০৪ জন ছাত্রীসহ মোট ১০ হাজার ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।

এবতেদায়িতে মোট চার হাজার ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে তিন হাজার ৭০৯ জন। এর মধ্যে ১১ জন ছাত্র ও চার ছাত্রীসহ মোট ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা,  ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: আয়শা আক্তার তৃষ্ণা, নিউজরুম এডিটর/ শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।