ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও ভাল ফল পেয়েছে।
সোমবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই দুই সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এতে দেখা যায়, প্রাথমিক সমাপনীতে সারা দেশে তিন হাজার ৮৩৯ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় তিন হাজার ৬১৩ জন।
এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে তিন হাজার ৫১৩ জন, যা শতকরা হিসেবে ৯৭ দশমিক ২৩ শতাংশ।
৯৫ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
এবতেদায়ী শিক্ষা সমাপনীতে সারা দেশে ২৮৩ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২১৭ জন শিক্ষার্থী।
উত্তীর্ণ হয়েছে ২০২ জন শিক্ষার্থী। পাসের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ।
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদের অতিরিক্ত ২০ মিনিট সময় প্রদান করা হয়েছিল।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের, ‘প্রতিবন্ধী’ না বলে বিশেষ চাহিদা সম্পন্ন বলা হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর