ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোদাগাড়ীতে পাসের হার ৯৯

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩

গোদাগাড়ী (রাজশাহী): প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোদাগাড়ীতে পাসের হার ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ শিক্ষার্থী।



উপজেলায় এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় মোট অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা ছিল ২০৬টি ও মাদ্রাসা ২৯টি।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৮০৬ জন। এদের মধ্যে বালক ৩ হাজার ৬৯ জন ও বালিকা ৩ হাজার ৭৩৭ জন।

জিপিএ-৫ পাওয়া ৩৫৩ জন শিক্ষার্থীর মধ্যে বালক ১৬৯ জন ও বালিকা ১৮৪ জন।


এছাড়া এবতেদায়ীতে অংশ নেয় ৬৯৮ জন। এদের মধ্যে বালক ৩১৫ জন ও বালিকা ৩৮৩ জন। এবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ৫ ছাত্র।

গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।