ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবতেদায়ীতে সিলেটে সেরা গোয়াইনঘাট উপজেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
এবতেদায়ীতে সিলেটে সেরা গোয়াইনঘাট উপজেলা

সিলেট: এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৭.৭৮ শতাংশ পাসের হার নিয়ে গোয়াইনঘাট উপজেলা এবার সিলেট জেলায় সেরা উপজেলা হয়েছে। সর্বশেষে রয়েছে জেলার জৈন্তাপুর উপজেলা।

পাসের হার ৭৫.৪২ শতাংশ।

সোমবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সালের এবতেদায়ী সমাপনী পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার ৩২২ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১৪ জন। তবে উপজেলায় কেউই জিপিএ-৫ পায়নি।

অন্যদিকে, পাসের হারের দিক দিয়ে সর্বশেষ স্থানে থাকা জৈন্তাপুর উপজেলার ২২৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭১ জন। এখানেও কেউ জিপিএ-৫ পায়নি।

পাসের হারের দিক দিয়ে পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলো হচ্ছে: গোলাপগঞ্জ উপজেলা থেকে ৬৯০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১৭ জন। এখান থেকেও কেউ জিপিএ-৫ পায়নি। পাসের হার ৯৬.২৫।

বিশ্বনাথ উপজেলা থেকে ৬৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৯৫.৮২।

বিয়ানীবাজার উপজেলা থেকে ৫৩৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫১০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৯৪.৮৩।

দক্ষিণ সুরমা উপজেলা থেকে ৭৯৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৯৩.৩৫।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৮৩ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৯১.৭৬।

বালাগঞ্জ উপজেলার ৬৮৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৯১.৩৭।

কানাইঘাট উপজেলা থেকে ৬০৩ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪৮ জন। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৯১.৩৪।

জকিগঞ্জ উপজেলা থেকে ৯৩২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৮১ জন। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের হার ৮৩.৪০।

সিলেট সদর উপজেলা ও সিটি করর্পোরেশন এলাকায় ১ হাজার ১৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ১৩ জন পাস করে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। পাসের হার ৮৭.০৪।

কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ১০৬ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৭৬.৬৫।

এছাড়া জেলার ১২টি উপজেলায় এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ১ হাজার ৪০০, এ-গ্রেডে ১ হাজার ২৭২, বি-গ্রেডে ১ হাজার ২৫৮, সি-গ্রেডে ১ হাজার ৮৭৭ ও ডি-গ্রেডে ৫৯২ শিক্ষার্থী রয়েছে।

এছাড়া ৬৭৭ শিক্ষার্থী অকৃতকার্য হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা:অনিক তরফদার ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।