ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি শুরু ৭ জানুয়ারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৪
ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি শুরু ৭ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (চ ইউনিট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে  বিএফএ সম্মান শ্রেণির ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ৭ জানুয়ারি থেকে ভর্তি নেওয়া হবে। এ ভর্তি কার্যক্রম ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।



এ সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো অবস্থাতেই ভর্তির সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভর্তি ফরমের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:
১। এসএসসি ও এইচএসসি পাশের মূল সনদ, নম্বরপত্র, এবং প্রশংসাপত্রের মূলকপি, প্রত্যেকটির ২টি করে মনোনীত বিভাগীয় শিক্ষক কর্তৃক সত্যায়িত অনুলিপি।
২। মনোনীত বিভাগীয় শিক্ষক কর্তৃক সত্যায়িত ৬ কপি ছবি (প্রবেশপত্রে যে ছবি ব্যবহার করা হয়েছে)।
৩। প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র।
৪। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুটি সত্যায়িত অনুলিপি

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।