ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪

খুলনা: শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া উপলক্ষে খুলনার ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘পাঠ্যপুস্তক উৎসব-২০১৪। ’

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল।

তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি উল্লেখযোগ্য দিক শিক্ষাখাতকে এগিয়ে নেওয়া। এ লক্ষ্যকে সামনে রেখে বছরের প্রথম থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে।  

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দেশে একসঙ্গে প্রথম হতে নবম শ্রেণিতে অধ্যয়নরত চার কোটি ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩০ কোটি পাঠ্যপুস্তক বিতরণ কর‍া হয়েছে। খুলনা অঞ্চলে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরে বিতরণ করা হয়েছে মোট তিন কোটি ৯ লাখ ৬১ হাজার ৩২৪টি বই।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার (রাজস্ব) অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক আনিস মাহমুদ এবং খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালক শেখ মো. রায়হান উদ্দিন।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী।

শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: মিলিতা বাড়ৈ, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।