ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিরোজপুরে ৩ লাখ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
পিরোজপুরে ৩ লাখ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ ছবি: সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় পিরোজপুর শহরের ৩টি স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এক হাজার ৪৪১টি প্রতিষ্ঠানের দুই লাখ ৯৬ হাজার শিক্ষার্থীর মাঝে ২০ লাখ ৫২ হাজার ১শ’ বই বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ৯৯২টি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৬৪ হাজার ৬৭৩ জন শিক্ষার্থীর মাঝে সাত লাখ চার হাজার ৫১০টি এবং মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও ভোকেশনালের ৪৪৯টি প্রতিষ্ঠানের এক লাখ ৩১ হাজার ৭৯৩ শিক্ষার্থীর মাঝে ১৬ লাখ ১০ হাজার ৬৮৫টি বইয়ের বিপরীতে ১৩ লাখ ৪৭ হাজার ৫৯০টি বই বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।