ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে বই উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
ময়মনসিংহে বই উৎসব অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও ভোকেশনাল পর্যায়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

এ উৎসব চলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।
   
এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার উপপরিচালক একেএম ফজলুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের রেক্টর অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, প্রধান শিক্ষক রতন মজুমদারসহ শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।    

ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ জানান, ময়মনসিংহ জেলায় মাধ্যমিক দাখিল, এবতেদায়ী ও ভোকেশনাল পর্যায়ে ৩ লাখ ৩৩ হাজার ৭শ’ ৮৫ জন শিক্ষার্থীর হাতে ৪৭ লাখ ৫১ হাজার ১৫৩টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

তিনি জানান, বছরের প্রথম দিনেই প্রাথমিক পর্যায়ে ৫ লাখ ৮৬ হাজার ৭শ’ ৪০ জন শিক্ষার্থীর মাঝে ৪৫ লাখ ৭৯ হাজার ৯৮টি বই তুলে দেওয়া হয়েছে।      

বাংলাদেশ সময় ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।