ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ৮ জানুয়ারি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
বাকৃবির প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ৮ জানুয়ারি

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের লেভেল -১, সেমিস্টার -১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার।



ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটি সূত্রে জানা যায়, আগামী ৮ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাকৃবি ছাত্র বিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বাকৃবির রেজিস্ট্রার মো. আবদুল খালেক, প্রক্টর অধ্যাপক ড.মো. শহীদুর রহমান খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: আয়শা আক্তার তৃষ্ণা ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।