ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।



বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থগিতকৃত ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীকালে জানানো হবে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd/www.ru.ac.bd থেকে জানা যাবে।

উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ এনিয়ে ষষ্ঠদফা পেছানো হলো।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪
সম্পাদনা: আয়শা আক্তার তৃষ্ণা, নিউজরুম এডিটর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।