ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সেই প্রধান শিক্ষক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
সেই প্রধান শিক্ষক বরখাস্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থ পাওয়ার লোভে নিজ স্কুলে আগুন দেওয়ার অভিযোগে আটক বগুড়ার সেই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



নির্বাচনী সহিংসতার শিকার হিসেবে সরকারি অনুদান বেশি পাওয়ার উচ্চাশায় মঙ্গলবার নিজের বিদ্যালয়ের আসবাবে আগুন ধরিয়ে দেন বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান (৫৮)।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যানুযায়ী, সারাদেশে পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নাশকতা চালায় বিএনপি-জামায়াত জোট।

এসব হামলায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।