ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্লাস শুরু করতে পারছে না স্কুলগুলো

আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
ক্লাস শুরু করতে পারছে না স্কুলগুলো ছবি:বাংলানিউজ (ফাইল ফটো)

ঢাকা: হরতাল-অবরোধসহ চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্লাস শুরু করতে পারছে না রাজধানীসহ সারা দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন বছরের শুরুতেই নতুন শ্রেণির ক্লাস শুরু হলেও এ বছর এখনও ক্লাস শুরু করতে পারেনি রাজধানীর অধিকাংশ স্কুল।


 
প্রতি বছর জানুয়ারি মাসের ১ তারিখে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে নতুন শ্রেণির ক্লান শুরু করে দেওয়া হয়। এ বছর ১ জানুয়ারি সরকারি ছুটি থাকায় ২ জানুয়ারি ‘বই উৎসব’ করেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এখন পর্যন্ত তারা ক্লাস শুরু করতে পারেনি।
 
শিক্ষকরা জানান, ২ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে নতুন বছরের ক্লাস শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এমনকি সব শ্রেণির ক্লাস রুটিন চূড়ান্ত করা হলেও হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না আসায় ক্লাস শুরু করতে পারছেন না তারা।
 
তারা জানান, অনেক শিক্ষার্থীকেই অনেক দূর থেকে স্কুলে আসতে হয়। কিন্তু হরতাল-অবরোধের মধ্যে স্কুলে আসতে গিয়ে তারা যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তার দায়ভার কে নেবে? তাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চায় না। এ জন্য স্কুলে আসার জন্য শিক্ষার্থীদের ওপর কোনো ধরনেও চাপও দেওয়া হচ্ছে না।
 
এদিকে নতুন বই পাওয়ার পরও ক্লাস করতে না পারায় হতাশ শিক্ষার্থীরা। ভিকারুননিসা নূন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী সালসাবিল আশরাফ বাংলানিউজকে বলেন, নতুন বই পেয়েছি। কিন্তু হরতালের কারণে ক্লাস করতে পারছি না বলে খারাপ লাগছে। আর ঠিক মতো ক্লাস না করতে পারলে আমরা আমাদের নতুন শ্রেণির সিলেবাস শেষ করতে পারবো না।

অপরদিকে ক্লাস না হওয়ায় অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। তবে সন্তানদের নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তারা।

সালসাবিল আশরাফের মা জাকিয়া সুলতানা বাংলানিউজকে বলেন,  বছরের প্রথম থেকেই ওরা নিয়মিত ক্লাস না করতে পারলে ক্লাসের সিলেবাস শেষ করতে পারবে না। এর ফলে তারা পরীক্ষায় অন্যদের তুলনায় পিছিয়ে পড়বে। তবে এই হরতালের-অবরোধের মধ্যে কোনো ধরনের ঝুঁকি নিয়ে আমি আমার সন্তানকে স্কুলে পাঠাতে চাই না।

অপর এক অভিভাবক মোমরেজা কালাম বাংলানিউজকে বলেন, রাস্তায় যানবাহনে যেভাবে নাশকতা চালানো হচ্ছে তাতে বাচ্চাদের নিয়ে বাইরে বের হতে খুবই ভয় করে। আবার দেশের এই অস্থির পরিস্থিতি আরও কতদিন চলবে তাও জানি না। এভাবে চলতে থাকলে বাচ্চাদের পড়াশোনার ধারাবাহিকতা ঠিক রাখায় কঠিন হয়ে পড়বে।
 
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বাংলানিউজকে বলেন, ২ জানুয়ারি আমরা ‘বই উৎসব’ করেছি। কিন্তু এখনো ক্লাস শুরু করতে পারছি না। হরতাল অবরোধের কারণে শিক্ষার্থীরা স্কুলে আসছে না। তারা স্কুলে না আসলে ক্লাস শুরু করবো কিভাবে?
 
তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি শুক্রবার থেকে আমরা ক্লাস শুরু করার জন্য নোটিশ দিয়েছি। যেহেতু হরতাল-অবরোধের কারণে ক্লাস শুরু করা যাচ্ছে না তাই আমরা ক্লাস মেক-আপ করে নেওয়ার জন্য শুক্রবারেও ক্লাস নেব।
 
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বাংলানিউজকেবলেন, ২ জানুয়ারি বই উৎসব করার পর আমরা ৭ জানুয়ারি থেকে ক্লাস শুরু করার নোটিশ দিয়েছি। কিন্তু হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা স্কুলে আসছে না। সে কারণে আমরা এখনও ক্লাস শুরু করতে পারিনি।
 
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানবাংলানিউজকে বলেন, আমাদের কেজি ও প্রথম শ্রেণির ভর্তি সম্পন্ন হয়ে গেছে। ৪ জানুয়ারি ২য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা তাদের ভর্তির তারিখ ১০ জানুয়ারি নির্ধারণ করেছি।
 
তিনি বলেন, আমাদের শিক্ষকরা স্কুলে আসছে। কিন্তু শিক্ষার্থীরা না আসায় আমরা ক্লাস শুরু করতে পারছি না। যদি ৫০-৬০ শতাংশ শিক্ষার্থীও স্কুলে আসে তাহলে আমরা ক্লাস শুরু করে দেব।
 
রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক কে জি মোস্তফাবাংলানিউজকে বলেন, প্রতি বছর আমরা জানুয়ারি মাসের ১ তারিখে ক্লাস শুরু করে দিই। এ বছর ২ জানুয়ারি বই উৎসবের পর আমরা ক্লাস শুরু করতে চেয়েছিলাম। কিন্তু হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা স্কুলে না আসায় আমরা ক্লাস শুরু করতে পারিনি।
 
তিনি বলেন, আমাদের অনেক শিক্ষার্থী যাত্রাবাড়ী, উত্তরা, সাইনবোর্ড, এমনকি নারায়ণগঞ্জের মতো দূর থেকেও স্কুলে আসে। তাই হরতাল-অবরোধের মধ্যে তাদের নিয়ে আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাই না। হরতাল-অবরোধ না থাকলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সে অনুযায়ী আমাদের সকল প্রস্তুতিও সম্পন্ন।
 
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।