ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যালি ও মানববন্ধন পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে ৠালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহম্মেদ বলেন, যারা সংখ্যালঘুদের ওপর হামলা করছে তারা অধিকাংশই জমি দখল করার জন্য হামলা করছে। এসব ঘটনায় সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতা বিরোধীদের মনে যে ক্ষোভ ছিল তা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে সেই ক্ষোভ পূরণ করছে। এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।

সংখ্যালঘুদের উপর নির্যাতনকারীদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান সাবেক প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।

মানববন্ধন ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এএ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরিফ উদ্দিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল আলম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র-লীগের সভাপতি মাহমুদুর রহমানসহ সনাতন বিদ্যার্থী সংসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।