ঢাকা: আসন্ন একুশে বইমেলায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিসের দ্বিগুণ ইউনিট চেয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
প্রতি বছর একটি ইউনিট কাজ করে বাংলা একাডেমিতে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে ২ ইউনিট চেয়ে চলতি সপ্তাহে চিঠি পাঠিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার শামসুজ্জামান খান বাংলানিউজকে বলেন, প্রতি বছর ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকে। এবার দেশে রাজনৈতিক অস্থিরতা কারণে আমরা দু’টি চেয়েছি।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী বইমেলা শুরু হতে যাচ্ছে।
প্রসঙ্গত, গত বছর ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতে দুর্বৃত্তরা বই মেলায় আগুন ধরিয়ে দেয়। এ অগ্নিকাণ্ডে ২টি সরকারি প্রকাশনাসহ মোট ৩৭টি স্টল পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রকাশকেরা।
এ কারণে এবারের বই মেলা শুরুর আগেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের দ্বিগুন ইউনিট সার্বক্ষণিক রাখার জন্য আবেদন করা হয়েছে বলে স্বরাস্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: তমাল আবদুল কাইয়ূম, নিউজরুম এডিটর