ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ঐতিহ্যবাহী সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১০১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. এনামুর রহমান।



বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্বা আলী হায়দারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, সাভার উপজেলা চেয়ারম্যান হাজ্বী মো. ফিরোজ কবির, ভাইস চেয়ারম্যান হাজ্বী মো. আব্দুল গনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা, মাসুদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরার পাশাপাশি সাভারের ইতিহাসের সবচেয়ে পুরাতন স্কুল হিসেবে শত বছরের ঐতিহ্যবাহী স্কুলটিকে সরকারিকরণের দাবি জানান।

বক্তব্য পর্ব শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।