ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪৪ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
৪৪ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৯৭১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিলো দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়টি।



বিশ্ববিদ্যালয়টির ৪৪ বছরে পদার্পন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদল্যায় প্রশাসন।

রোববার সকাল সাড়ে ৯টায় পুরাতন কলাভবন চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর বর্ণাঢ্য ৠালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে।

বেলা ১১টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। একই স্থানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয় প্রাক্তন ও বর্তমান ছাত্র, শিক্ষক, অফিসার, কর্মচারীদের দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস ২০০১ সালে প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন।

এরপর থেকে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়ে আসছে। তবে ২০১২ সালে জুবায়ের আহমেদের হত্যাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল থাকায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করার বিষয়টি স্থগিত করে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা: তমাল ‍আবদুল কাইয়ূম, নিউজরুম এডিটর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।