ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট পলিটেকনিকে ছাত্রলীগের ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সিলেট পলিটেকনিকে ছাত্রলীগের ভাংচুর

সিলেট: সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রবাসে শিবির নিয়ন্ত্রিত কক্ষে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ। ভাংচুরের পর কিছু কক্ষে আগুন ধরিয়ে দেয় তারা।

তবে এ সময় ছাত্রবাসে শিবির সমর্থকদের কেউ উপস্থিত ছিলো না।

ক্যাম্পাস সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার ক্যাম্পসে শিবির বিরোধী একটি মিছিল শেষে শিবির নিয়ন্ত্রিত সুরমা ও কুশিয়ারা নামের দুটি ছাত্রাবাসের ৮টি কক্ষে হামলা চালায় ছাত্রলীগ।
 
এসময় টেবিলের বইপত্র ও কিছু চেয়ার-টেবিলে আগুন ধরিয়ে দিলে আসবাসপত্র ক্ষতিগ্রস্ত হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ কিছু ভাংচুর করেছে। তবে পুলিশ আসার পর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্যাম্পাস শান্তিপূর্ণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারী ১১, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।