ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝালকাঠিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
ঝালকাঠিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠি: একেএম হাসেম মতিয়া শিক্ষা তহবিলের উদ্যোগে ঝালকাঠিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে শিল্পকলা একাডেমী মিলনায়তনের এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত একেএম ফারুক।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল আমিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে ২০১৩ সলের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও ৮ গরিব মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।