রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রোববার ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক।
তিনি আরও জানান, চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার তারিখ বারবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পঞ্চম দফা তারিখ পরিবর্তন করেও পরীক্ষা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
নতুন তারিখের বিষয়টি উল্লেখ করে রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভায় ভর্তি পরীক্ষার নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার সর্বশেষ পরিবর্তিত সময়সূচি:
২৩ জানুয়ারি বৃহস্পতিবার, সকাল ৯.০০টা থেকে ১০.০০টা ইউনিট-A (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১.০০টা থেকে ১২.০০টা ইউনিট-A (জোড় রোল নম্বর); দুপুর ১.০০টা থেকে ২.০০টা ইউনিট-B (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩.৩০টা থেকে ৪.৩০টা ইউনিট-B (জোড় রোল নম্বর)।
২৪ জানুয়ারি শুক্রবার, সকাল ৮.৩০টা থেকে ৯.৩০টা ইউনিট-E (বিজোড় রোল নম্বর) ও সকাল ১০.১৫টা থেকে ১১.১৫টা ইউনিট-E (জোড় রোল নম্বর); দুপুর ১২.০০টা থেকে ১.০০টা ইউনিট-D (বাণিজ্য: বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩.৩০টা থেকে ৪.৩০টা ইউনিট-D (বাণিজ্য: জোড় রোল নম্বর ও সকল অ-বাণিজ্য রোল নম্বর)।
২৫ জানুয়ারি শনিবার, সকাল ৯.০০টা থেকে ১০.০০টা ইউনিট-C (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১.০০টা থেকে ১২.০০টা ইউনিট-C (জোড় রোল নম্বর); দুপুর ১.০০টা থেকে ২.০০টা ইউনিট-H (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩.৩০টা থেকে ৪.৩০টা ইউনিট-H (জোড় রোল নম্বর)।
২৬ জানুয়ারি রোববার, সকাল ৯.০০টা থেকে ১০.০০টা ইউনিট-F (বিজ্ঞান গ্রুপ) ও বেলা ১১.০০টা থেকে ১২.০০টা ইউনিট-F (অ-বিজ্ঞান গ্রুপ); দুপুর ১.০০টা থেকে ২.০০টা ইউনিট-G।
A ইউনিটে MCQ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম ৪০ প্রাপ্তদের লিখিত পরীক্ষার সময়সূচি:
২৭ জানুয়ারি সোমবার, বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা; চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংশিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর/এসআর