ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২৪-২৫ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২৪-২৫ জানুয়ারি

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত A ইউনিট, ২৪ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত C ইউনিট, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত B ইউনিট এবং ২৫ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd থেকে জানা যাবে এবং ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।