ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদত্যাগপত্র জমা দিলেন জাবি উপাচার্য

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
পদত্যাগপত্র জমা দিলেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অবশেষে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সোমবার সকালে তিনি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



এর আগে, রোববার বিকেলে উপাচার্য হঠাৎই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

উপাচার্যের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকদের একটি অংশ। আন্দোলনের এক পর্যায়ে গত ৫ ডিসেম্বর সরকারের নির্দেশে পুলিশ প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করেন আনোয়ার হোসেন।

এরপর ১৬ ডিসেম্বর তিনি ফের ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনরত শিক্ষকরা আবারো তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। পরে তিনি ক্যাম্পাস ছেড়ে ঢাকার উত্তরায় একটি বাসায় থেকে অফিস করার সিদ্ধান্ত নেন।

রোববার বিশ্ববিদ্যালয় দিবসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ মে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

২০ মে ২০১২ তারিখে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।